মুক্তিযুদ্ধের কথন নিয়ে আসছে ‘নকশী কাঁথার জমিন’
প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯
বাংলা সিনেমার ইতিহাসে আরেকটি অনন্য সংযোজন হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নতুন চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। এই সিনেমা মুক্তিযুদ্ধের আবেগ, ত্যাগ, এবং সংগ্রামের কাহিনীকে তুলে ধরতে চায় নতুন আঙ্গিকে।
পরিচালক জানিয়েছেন, ছবিটি মুক্তিযুদ্ধের সময়কার গ্রামের এক নারীর সংগ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ‘নকশী কাঁথা’ বাঙালির ঐতিহ্যের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিকে এক সুতোয় বাঁধার এক অনবদ্য প্রচেষ্টা। এতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও মানুষের বীরত্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান ও বাংলাদেশের প্রথম সারির কিছু শিল্পী। তাঁরা তাঁদের অভিনয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং চরিত্রগুলোর গভীরতাকে সবার সামনে তুলে ধরেছেন।
পরিচালকের ভাষ্যমতে, এই সিনেমার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার এবং বুঝার সুযোগ পাবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ এবং নতুন আঙ্গিকে উপস্থাপনার জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে আগ্রহী দর্শকদের জন্য এটি হতে পারে একটি অত্যন্ত প্রতীক্ষিত সিনেমা।