‘পাকিস্তানের সঙ্গে সম্পর্কও থাকবে, ঝগড়াঝাটিও চলবে’
প্রকাশ | ০২ অক্টোবর ২০১৬, ১৮:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সার্ক শীর্ষ সম্মেলনে যাব না আমরা। দেখা যাচ্ছে অন্য আরো চারটি দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। সাতটি দেশের মধ্যে চারটিই যদি না যায়, তাহলে তিনটি থাকলে কি সম্মেলন হবে? ফলে সার্কের বর্তমান সভাপতি রাষ্ট্র নেপাল বাধ্য হয়েছে সম্মেলন বন্ধ করতে।
রবিবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৪টায় শুরু হয় এ সম্মেলন।
সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে বাংলাদেশ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কাজেই বাস্তবতাটা মনে রাখতে হবে। (পাকিস্তানের সঙ্গে) কূটনৈতিক সম্পর্ক সেটাও থাকবে। আবার ঝগড়া-ঝাটি সেটাও চলবে। এটা কোনো ব্যাপার না।’
‘যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকেই যায়। তারা যখন যা বলছে, আমরা তার প্রতিবাদ করছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।
এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে ঢাকা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিপুল অভ্যর্থনা দেওয়া হয় তাঁকে।