'শেখ হাসিনা যখন দেশ চালায়, মঙ্গা দূর হয়'
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪১
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ চালায়, মঙ্গা (অভাব) তখন দূর হয়ে যায়।’
বুধবার (০৭ সেপ্টেম্বর) খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ আপনারা দেখেন- যারা সমালোচনা করে তারা ১০ টাকা কেজি চাল খাইয়েছে, নাকি শেখের বেটি খাইয়েছে। গ্রামে একটি প্রবাদ প্রচলিত আছে ‘ঠকলে নিজের বাপরেও কইতে নাই’-খালেদা জিয়া আর বেশি কথা বইলেন না।’
কৃষিমন্ত্রী আরোও বলেন, ‘পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান সংসদে দাঁড়িয়ে বলতে পারেন আমি দেশের সব মানুষকে খাওয়াতে পারিনি। আমার কাছে টাকা ছিলো না। বঙ্গবন্ধু বলেছিলেন। কারণ তিনি দেশের মানুষকে ভালবাসতেন। আমরা তার স্বপ্ন পূরণ করছি। প্রধানমন্ত্রীও দেশের মানুষ দেখেন-এটাই শেখের বেটির গুন।’