সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি চলছে
প্রকাশ | ২৫ মে ২০১৭, ১৩:১৬
অনলাইন ডেস্ক
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের আনা ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি চলছে। ২৫ মে (বৃহস্পতিবার) সপ্তম দিনের মতো শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ শুনানিতে ২৫ মে (বৃহস্পতিবার) আমিকাস কিউরি রোকনুদ্দিন মাহমুদের বক্তব্য শুনছেন। এর আগে ছয় দিন শুনানি করেন রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য গত ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। এরপর ৯ মে শুনানি শেষে ২১ মে পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। পরে ২১ মে রবিবার থেকে ধারাবাহিকভাবে শুনানি চলছে।