নিহত আত্মাঘাতী নারী জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন
প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯
রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় নিহত আত্মাঘাতী নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ এই ময়নাতদন্ত করেন।
তিনি জানান, লাশের পেট ও পেটের নিচের অংশ বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এবং বিস্ফোরণের কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে আমরা ডিএনএ টেস্ট করবো। লাশ থেকে নমুনা মাহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
এর আগে পরিচয় ‘অজ্ঞাত’ ও বয়স ৩৫ বছর উল্লেখ করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
৫০ পূর্ব আশকোনার সূর্য ভিলার নিচতলায় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানাকে ঘিরে পুলিশ অভিযান শুরু করে শুক্রবার গভীর রাতে।
শনিবার সকালে ওই আস্তানা থেকে বোরখা পরা ওই নারী বেরিয়ে আসার সময় উপস্থিত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দুই হাত উপরে তুলতে বললে সঙ্গে সঙ্গে তিনি শরীরে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটান। এতে ঘটাস্থলেই তারা মৃত্যু হয়। এতে এক শিশুও গুরুতর আহত হয়।