বাল্যবিবাহের অপরাধে ৩ জনকে কারাদণ্ড

প্রকাশ | ২৯ জুলাই ২০১৬, ২০:৩৪

অনলাইন ডেস্ক
প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহের অপরাধে বর, বরের বাবা ও কনের বাবাসহ তিনজনকে আটকের পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস তার কার্যালয়ে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বর একই উপজেলার রাজঘর গ্রামের মো. শামীম (২৫), তার বাবা ফরিদ আহমেদ (৫৮) ও কনের বাবা এমদাদুল হক (৪৫)।

এর আগে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রাম থেকে ওই তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বর, বরের বাবা ও কনের বাবাকে আটক করা হয়। এরপর বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বর ও তার বাবা এবং কনের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।