মোটরযানের ট্যাক্সটোকেন ইস্যু ও নবায়নের নিয়ম
প্রকাশ | ২১ জুলাই ২০১৭, ১৬:২৫
রেজিষ্ট্রেশনের সময় প্রথম ট্যাক্সটোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় ফিস জমা প্রদান পূর্বক নির্ধারিত ব্যাংক হতে ট্যাক্সটোকেন নবায়ন করা যায়। ট্যাক্সটোকেন নবায়নের জন্য আবেদনপত্র দাখিল বা গাড়ি হাজির করা প্রয়োজন হয় না।
রেজিষ্ট্রেশনের ১৫ দিনের মধ্যে অথবা পূর্ববর্তী ট্যাক্সটোকেনের মেয়াদ উত্তীর্ণেও ১৫ দিনের মধ্যে ট্যাক্স (কর) পরিশোধ করা না হলে নির্ধারিত হারে অতিরিক্ত কর (জরিমানা) পরিশোধ করতে হয়। অর্থাৎ রেজিষ্ট্রেশনের তারিখ অথবা পূর্ববর্তী ট্যাক্সটোকেনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৫ দিন পর্যন্ত বিনা জরিমানায় ট্যাক্সটোকেন নবায়ন করা যায়। কিন্তু ফিটনেসের ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যায় না। ফিটনেস সার্টিফিকেটের পূর্ববর্তী মেয়াদেও মধ্যেই নবায়ন করতে হবে।