মোটরযানের মালিকানা বদলির নিয়ম
প্রকাশ | ১৮ জুলাই ২০১৭, ১৩:৫১
মোটরযান বিক্রয় করা হলে বা মটরযানের মালিকানা হস্তান্তরিত হলে হস্তান্তরের ১৪ দিনের মধ্যে বিক্রেতাকে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হয় এবং ৩০২ দিনের মধ্যে ক্রেতাকে সংশ্লিষ্ট বিআরটিএর অফিস হতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে মালিকানা হস্তান্তরের বিষয় লিপিবদ্ধ করে নিতে হয়।
মালিকানা বদলির জন্য ক্রেতার করণীয়-
নির্ধারিত ফরম ‘টিও’ তে ক্রেতার স্বাক্ষর এবং ‘টিটিও’ এর নির্ধারিত স্থানে বিক্রেতার নমুনা স্বাক্ষর প্রদান।
ক্রেতার TIN সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/টেলিফোন বিল/ বিদ্যুৎবিলের সত্যায়িত কপি প্রদান।
মুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক) এর উভয়কপি প্রদান।
ছবিসহ ক্রয় সংক্রান্ত হলফনামা দালিখ। ক্রেতা কোন প্রতিষ্ঠান হলে হলফ নামার পরিবর্তে অফিসিয়াল প্যাডে চিঠি।
হালনাগাদ ট্যাক্সটোকেন, ফিটনেস ও ইনসিওরেন্সের ফটোকপি প্রদান।
নির্ধারিত নমুনা স্বাক্ষর ফরমে ক্রেতার নমুনা স্বাক্ষর এবং তিনকপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবিসহ ফরমের অন্যান্য সকল ইত্যাদি ইংরেজিতে পূরণ করা।
মোটরযানটি সরেজমিনে পরিদর্শনের জন্য অফিসে হাজির করা।
মালিকানা বদলির প্রয়োজনীয় ফিস জমা প্রদান করা।
বিক্রেতার স্বাক্ষরে গরমিল হলে বিক্রেতাকে বিআরটিএ অফিসে উপস্থিত করানো।
মালিকানা বদলির জন্য বিক্রেতার করণীয়-
ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রসিদে বিক্রেতার স্বাক্ষর প্রদান (স্বাক্ষীর স্বাক্ষর ও রেভিনিউ স্ট্যাম্পসহ)।
ছবিসহ বিক্রয় সংক্রান্ত হলফনামা প্রদান।
বিক্রেতা কোম্পানি হলে কোম্পানির লেটারহেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজুলেশন ও অথোরাইজেশনপত্র প্রদান।
মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র ইত্যাদি প্রদান।