রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা চেষ্টা

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৫০

অনলাইন ডেস্ক

রাজধানীর সবুজবাগ থানার মধ্যবাসাবো এলাকায় আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে গেলেন মাহমুদা আক্তার (১৮) নামে এক গৃহকর্মী।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে আসে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বলেন, সবুজবাগ থানার মধ্যবাসাবো এলাকায় গৃহকর্তা ন‍ূর আহমেদ ও গৃহকর্ত্রী নুসরাতের বাসায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছে মাহমুদা।

বিভিন্ন সময় গৃহকর্ত্রী নুসরাত মাহমুদাকে বকাঝকা করতেন। এই কারণে মাহমুদা অভিমান করে সকালে সাড়ে ৭টার দিকে বাথরুমের দরজা বন্ধ করে ধারালো ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে অত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসার বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

তবে এ বিষয়টি আর‍ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই বাবুল।