চাঁদপুরে ৩ সন্তানসহ গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৬, ১৮:৩৩

অনলাইন ডেস্ক

চাঁদপুরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিন সন্তান নিয়ে এক গৃহবধু নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা চাঁদপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানা যায়, কুমিল্লার কোতোয়ালি থানার ফেরদৌসীর সঙ্গে ১০ বছর পুর্বে পিরোজপুরের মঠবাড়ী উপজেলার  ঝাঁউতলা এলাকার দুলাল সর্দারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুলাল যৌতুকের জন্য ফেরদৌসীকে মারধর করতেন। পারিবারিক কলহ নিয়ে এলাকার সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে ফেরদোসীকে আর মারধর না করার জন্য দুলালকে বলা হয়। এরপরও ফেরদৌসীকে নানা অজুহাতে মারধর করতেন দুলাল।

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ফেরদৌসী তার তিন সন্তানকে নিয়ে কুমিল্লায় যাওয়ার জন্য মঙ্গলবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটে আসে। সকাল সাড়ে ১০টায় কয়লাঘাট এলাকার ডাকাতিয়া নদীতে তিন সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার করার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা গৃহবধু ও তার তিন সন্তানকে উদ্ধার করে কয়লাঘাট এলাকায় নিলু বেগমের বাসায় নিয়ে যায়। সেখানে নিলু তাদের চিকিৎসা করান। 

চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক ত্রি-নাথ তাদের থানা হেফাজতে নিয়ে যান। 

গৃহবধু ফেরদৌসীর সন্তান ফারিয়া জানান, তার মাকে প্রতিদিনই তার বাবা মারধর করতেন। মা অনেকবার কিস্তিতে টাকা তুলে বাবাকে দেয়। তারপরও মাকে খুব মারধর করতেন।