টেকনাফে আটক ১২৫ রোহিঙ্গাকে ফেরত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৬, ১২:২৯

অনলাইন ডেস্ক

অবৈধভাবে কক্সবাজারের টেকনাফে প্রবেশকালে ৩৬ শিশুসহ ১২৫ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কর্মান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাফিউর রহমান জানান, মিয়ানমারের ফাদংচা হয়ে নাফ নদী সীমান্ত অতিক্রম করে রাতে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার সংলগ্ন ৫ নং সুইচ গেট এলাকায় নৌকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২৫ মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৩৬ শিশু, ৬১ নারী ও ২৮ পুরুষ ছিল।

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে রাত-দিন নাফনদীতে টহল দেওয়া হচ্ছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।