নাসিরনগরে ফের অগ্নিসংযোগ
প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৬, ১০:৪১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তৃতীয় দফা কোনো হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
উপজেলা সদরের গার্লস স্কুল সংলগ্ন অঞ্জনের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনায় কেউ দগ্ধ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
অঞ্জন দেব জানান, বাড়ির একটি গোয়াল ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে গোয়াল ঘরের একটি অংশ পুড়ে গেছে। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।
গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১৫টি মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের চার দিন পর একবার অঞ্জন দেবের বাড়ির উঠানে রাখা পাটকাঠিতে আগুন দেওয়া হয়েছিল।
নাসিরনগরের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে ১৩ নভেম্বর ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে আগুন দেওয়া হয়।