মেহেরপুরে বাল্যবিয়ে, কনের বাবার কারাদণ্ড

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৬, ১০:৫৪

অনলাইন ডেস্ক
প্রতিকি ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা রুস্তম আলীকে (৫৬) ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

রবিবার (২৮ আগস্ট)  রাতে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ এ দণ্ডাদেশ দেন।

রুস্তম আলী গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার রাত সাড়ে ১০টায় রুস্তম আলীর বাড়িতে বিয়ের আয়োজন চলাকালিন ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ গাংনী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দীনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে কনের বাবা রুস্তম আলীকে আটক করে। এসময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও তাদের লোকজন পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ বলেন, বাল্য বিয়ের আয়োজন করায় ১৯২৯ সালের বাল্যবিয়ে নিরোধ আইনের ৬ ধারা মোতাবেক কনের বাবাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রুস্তম আলীর মেয়ে স্থানীয় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।