জয়পুরহাটে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৬, ১০:৫০ | আপডেট: ২৯ আগস্ট ২০১৬, ১২:৩৭

অনলাইন ডেস্ক

জয়পুরহাটে দেলোয়ারা বেগম নামের এক গৃহবূধকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী রেজাউল কবিরকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার পর সদর উপজেলার কমরগ্রাম পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল কবির নিজে কোনো কাজকর্ম করতেন না। সব সময় নিজের স্ত্রী দেলোয়ারা বেগমকে সন্দেহ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। তারই জের ধরে গতকাল রাতে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে দেলোয়ারাকে মারধর করেন রেজাউল। পরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁকে।

খবর পেয়ে সোমবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজাউল কবিরকে আটক করে। 

ময়নাতদন্তের জন্য  দেলোয়ারা বেগমের লাশ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।