নিখোঁজের দুই দিন পর মাদরাসা ছাত্রীর মৃতদেহ উদ্ধার

প্রকাশ | ০৫ মে ২০২৩, ১৮:৫১

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নিখোঁজের দুই দিন পর রিপা আক্তার (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী কেওড়াবুনিয়ার কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে।

জানা যায়, মঙ্গলবার (২ মে) রাতে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে এ ঘটনায় বুধবার (৩ মে) পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে জঙ্গলে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ উদ্ধার করে।

কিশোরীর বাবা শাহজাহান হাওলাদার বলেন, ‘আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। আমার মেয়ে নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে।’

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে সে মারা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জাগরণীয়া.ডিএ