আগৈলঝাড়ায় জমি নিয়ে সংঘর্ষে ৪ নারী আহত
প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ১৩:০০
বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ নারীসহ ১০ জন আহত হয়েছে। উভয়পক্ষ থেকে থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে পুকুরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে খালেক শিকদার ও কালাম শিকদারের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার সন্ধ্যায় ওই বিরোধীয় জায়গা নিয়ে খালেক শিকদার ও কালাম শিকদারের ছেলে কাজল শিকদারের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের খালেক শিকদার (৮৫), রেজাউল করিম (৩৯), সাথী বেগম (২৫), রহিমা বেগম (৬০), আঁখি বেগম (৭০), কাজল শিকদার (১৬), কোহিনুর বেগম (৩৮)সহ ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।