শিশু আদুরীকে নির্যাতনের মামলার রায় ১৮ জুলাই
প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ১২:৫৭
২০১৩ সালে রাজধানীর মিরপুরের ডিওএইচএস বারিধারার একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা শিশু গৃহকর্মী আদুরী (১১) কে নির্যাতনের মামলার রায়ের জন্য ১৮ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।
ঢাকার ৩নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য ১৮ জুলাই (মঙ্গলবার) রায়ের তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই মামলার দুই আসামি নওরীন জাহান নদী ও তার মা ইশরাত জাহান আদালতে উপস্থিত ছিলেন। নওরীন জাহান কারাগারে ছিলেন। তাকে সেখান থেকেই আদালতে আনা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর মিরপুরের ডিওএইচএস বারিধারায় আদুরীকে রাস্তায় ময়লা ফেলার ডাস্টবিন থেকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ২৬ সেপ্টেম্বর আদুরীর মামা মো. নজরুল ইসলাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।