শিবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ১২:৪৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ৮ জুলাই (শনিবার) দুপুরে শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে ২২ ধারায় শিশুটির জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
৭ জুলাই (শুক্রবার) দুপুর দেড়টায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর চামাটোলা গ্রামের একটি আম বাগানে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষক ওই গ্রামের জাইদুর রহমানের ছেলে রহমত আলি (২৮)।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগজ্ঞ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ৭ জুলাই (শুক্রবার) দুপুরে হাদিনগর গ্রামে আম বাগানে শিশুটিকে একা পেয়ে রহমত আলি ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। এসময় রহমত আলি পালিয়ে যায়।
শিশুটিকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই শহীদুল ৯ জুলাই (রবিবার) দুপুরে জানান, এ ঘটনায় ৭ জুলাই (শুক্রবার) রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে রহমত আলীকে অভিযুক্ত করে মামলা করেন শিশুর পিতা জেম আলী।
তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আসামিকে ধরতে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।