এবার বিসিবির কাছে নির্যাতনের অভিযোগ ফারজানার
প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ১২:৩৩
বেশ কয়েক দিন আগে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী ফারজানা আক্তার। শুধু তাই নয়, চরম নির্যাতন করে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে দাবি করেন তিনি। এবার দুই ছোট সন্তানকে নিয়ে বিসিবি সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
৯ জুলাই (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন ফারজানা আক্তার। তিনি বলেন, বিসিবি সভাপতি বরাবর আমি একটা লিখিত অভিযোগ দিয়েছি। ওদের বাবাকে (ক্রিকেটার শহীদ) ডেকে সব সমস্যার সমাধান করে দেবে বলে আশ্বস্ত করেছেন তারা।
ক্রিকেটার শহীদের বিরুদ্ধে তার অভিযোগ, জাতীয় দলে জায়গা পাওয়ার পরই শহীদ পেতে থাকেন যশ-খ্যাতি। এরপরই নাকি পাল্টে যেতে থাকেন তিনি।
স্বামীর পাল্টে যাওয়া কাছ থেকে দেখে ফারজানা বলেছেন, খ্যাতি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য নারীর প্রতি শহীদের আসক্তি বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে আমার প্রতি তার নির্যাতনও। এমন নির্যাতন সে আমাকে করেছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায়ও তাকে নির্যাতন করেছেন বলে দাবি করেছিলেন শহীদের স্ত্রী।
এ বিষয়ে তিনি বলেন, আমি দ্বিতীয়বার যখন অন্তঃসত্ত্বা হয়েছি, সুখবরটা শহীদকে জানাতেই সে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে। আমার পেটে লাথি মারে, এমনকি আমার পেটে ফুটবল মেরে আঘাত করে। কারণ সে দ্বিতীয় সন্তান চায়নি।
অন্য নারীর প্রতি আসক্তির কারণেই এমন নির্যাতন করেছে বলেও দাবি করেন শহীদের স্ত্রী, আমার প্রথম সন্তান জন্মের ৪০ দিনের মাথায়, আমি তাকে অন্য নারীর সঙ্গে ফোনে কথা বলতে দেখেছি। তার হাত থেকে তখন ফোন কেড়ে নিতেই আমাকে নির্যাতন শুরু করে। লাথি মেরে খাট থেকেও ফেলে দেয়।
অবশ্য এই কথাগুলো বানোয়াট বলে উড়িয়ে দেন শহীদ, ‘সে যা বলেছে, বানিয়ে বলেছে। কোনো সত্য কথা বলেনি। তা ছাড়া নিউজ করে কোনো লাভ হবে না। নিউজ করে কেউ কি পেরেছে কারো সংসার টিকিয়ে রাখতে; বরং এতে হিতে বিপরীত হবে।’
পরে অবশ্য এই ঝামেলা মিটিয়ে ফেলার কথা বলেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার, ‘আসলে আমি কোনো সমস্যা দেখছি না। তাই সংসার না করারও কোনো কারণ নেই। দুটি সন্তান আছে। তাদের দিকে তাকিয়ে আমাকে সংসার করতেই হবে।’