সাভারে ধর্ষণ: ২ আসামির রিমান্ড আবেদন
প্রকাশ | ০৮ জুলাই ২০১৭, ২৩:৪৩ | আপডেট: ০৮ জুলাই ২০১৭, ২৩:৪৮
মডেল বানানোর কথা বলে সাভারে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ৮ জুলাই (শনিবার) তাদের আদালতে পাঠানো হয়।
সাভার থানার ওসি মশিউল কাদির বলেন, মামলার মোট তিন আসামির মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ধর্ষণের শিকার দু্ই তরুণী বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
প্রসঙ্গত, মডেল বানানোর কথা বলে দুই তরুণীকে একটি কলেজের অফিস রুমে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে পৌরসভার সোবহানবাগ এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ের পাশের ভবন লিজেন্ড কলেজের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই দুই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় ঘটনাস্থল ভবনের দুই নিরাপত্তাকর্মীসহ তিন জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার এক তরুণী। এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।