প্রতিবন্ধী মেয়েকে খুন করলো মা

প্রকাশ | ০৪ জুলাই ২০১৭, ১৬:৩৭

অনলাইন ডেস্ক

ভোলার লালমোহনে প্রতিবন্ধী মেয়েকে কুপিয়ে হত্যা করেছে মা। মৃত রুপা (৭) হরিগঞ্জ গ্রামের ওমান প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে। সে মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় শিশুর মা রুনা বেগমকে আটক করা হয়েছে। উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ গ্রামের ৩ জুলাই (সোমবার) রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী রুপাকে গ্রাম্য চিকিৎসকের নির্দেশে চিকিৎসার অংশ হিসেবে তার মা এলোপাথারি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই রূপার মৃত্যু হয়।

এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে তার নানা, নানি ও খালা আহত হয়েছেন। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।