এসিড নিক্ষেপ ও হত্যা, ১ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ | ০৪ জুলাই ২০১৭, ১৬:৩০
অনলাইন ডেস্ক
এক মাদ্রাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।
আজ ৪ জুলাই (মঙ্গলবার) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ সাড়ে চার বছর আগের এই মামলায় এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত সাদ্দাম হোসেন বর্তমানে পলাতক।
আসামিপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, ২০১২ সালের ১১ অক্টোবর কুমিল্লা দাউকান্দির একটি মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার হ্যাপীকে এসিড নিক্ষেপ করে হত্যা করা হয়। এই মামলায় সাত আসামির মধ্যে সাদ্দামকে মৃত্যুদণ্ড ও বাকি ছয় জনকে খালাস দেওয়া হয়।