গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক
প্রকাশ | ০১ জুলাই ২০১৭, ১৫:৩৬
রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়া ইউনিয়নের আমতলা এলাকায় ৩০ জুন (শুক্রবার) পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নাজমা খাতুন (২৫) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
মৃত নাজমা খাতুন ওই এলাকার অ্যালাইন অ্যাপারেল গার্মেন্টে অপারেটর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। আর স্বামী আসাদুল ইসলাম আকাশ পেশায় অটোরিকশাচালক।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আলী মাস্টার জানান, পারিবারিক কলহের জেরে সকালে স্ত্রী নাজমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান আসাদুল। পরে প্রতিবেশীরা নাজমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকিব হাসান বলেন, নাজমা খাতুনের স্বামী আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এএসআই জানান।