গাজীপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
প্রকাশ | ২২ জুন ২০১৭, ১৬:৫০
গাজীপুর সিটি করপোরেশনে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই বিনয় কুমার সরকার জানান, ২২ জুন (বৃহস্পতিবার) ভোরে মাস্টারবাড়ি এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত শান্তি বেগম (৪৫) জামালপুরের ইসলামপুর থানার দর্জিপাড়া এলাকার হাসমত আলীর স্ত্রী। তিনি গাজীপুরের জয়দেবপুরে সপরিবার বসবাস করতেন।
এসআই বিনয় বলেন, হাসমত আলী নিজের ভ্যানে করে স্ত্রীকে নিয়ে জয়দেবপুর থেকে ভাওয়াল মির্জাপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে মাস্টারবাড়ি পৌঁছালে পেছন থেকে ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শান্তি।
হাসমত সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় জানিয়ে এসআই বলেন, পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।