সিরাজগঞ্জে নারী মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা
প্রকাশ | ২২ জুন ২০১৭, ১৬:৪৭
পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য সিরাজগঞ্জ বীর মাতাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২১ জুন (বুধবার) দুপুরে নিজ কার্যালয়ে ৫ জন বীর মাতাদের প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শামীন আলম ও জেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সম্পতি ইলোকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ৫ নারী বীর মুক্তিযোদ্ধাদের কষ্টের জীবনযাপন নিয়ে প্রচারিত প্রতিবেদন জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এ সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বীরমাতা রাহেলা খাতুন সরকারের নিকট দ্রুত ভাতা প্রদানের দাবী জানান।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জানান, জেলার ১৩ জন নারী মুক্তিযোদ্ধা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন, বাকী ৫ জন স্বীকৃতি পেলেও এখনো ভাতা পেয়ে দুরাবস্থায় আছেন। এজন্যই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ বীর মাতাদের আর্থিক সহায়তা প্রদান করা হলো। তারা যেন দ্রুত ভাতা পায় সে জন্য মন্ত্রণালয়ে তাগাদা প্রস্তাব পাঠানো হবে।