আত্মহত্যার চেষ্টার সময় অভিনেত্রী নুশরাতকে উদ্ধার
প্রকাশ | ১৮ জুন ২০১৭, ১৭:৪৭
রাজধানীর উত্তরার একটি ছয়তলা বাসার ছাদ থেকে আত্মহত্যার চেষ্টার সময় মডেল ও অভিনেত্রী নুশরাত জাহানকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
১৭ জুন (শনিবার) বিকেলে বাসার ছাদের কার্নিশে বসে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন মডেল ও অভিনেত্রী নুশরাত জাহান (৩৫)। পরে ফায়ার সার্ভিস কর্মীরা কৌশলে তাকে ছাদ থেকে নামিয়ে আনেন।
১৮ জুন (রবিবার) সকালে উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ উদ্ধার কর্মী মো. সফিকুল ইসলাম বলেন, শনিবার উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৮০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই নারী কার্নিশে দাঁড়িয়েছিলেন আত্মহত্যা করবেন বলে। এ সময় তার সন্তান এবং পরিবারের লোকজন তাকে নিচে নেমে আসার অনুরোধ করেন। তবে তিনি কোনো কথা শুনছিলেন না। পরে ৩ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাকে নিচে নামানো হয়।
আর উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, স্বামী রফিকুল কবির সুজনের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার জন্য ছাদের কার্নিশে যান নুশরাত। রফিকুল কবির এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন। সাংসরিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।