খাগড়াছড়িতে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু
প্রকাশ | ১৮ জুন ২০১৭, ১৫:২৮
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফের পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৮ জুন (রবিবার) ভোরের দিকে উপজেলার নাকাপা বুদুমছড়া এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। নিহতরা হল- ওই এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)।
জেলার পলিশ সুপার আলী আহমদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে তাদের লাশ উদ্ধার করে।
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে ১৭ জুন (শনিবার) পর্যন্ত ১৫৯ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় স্থানীয় প্রশাসন। খাগড়াছড়িতে পাহাড় ধসের নতুন ঘটনার পর নিহতের সংখ্যা ১৬১ হল।