পাহাড় ধস, নিহত ১৪৭
প্রকাশ | ১৫ জুন ২০১৭, ১৫:৫৫
গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে ও কক্সবাজারে পাহাড় ধসে ১৫ জুন (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ১৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেবল রাঙামাটিতেই প্রাকৃতিক এই দুর্যোগ কেড়ে নিয়েছে ১০১ প্রাণ। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, বান্দরবানে ৬, খাগড়াছড়িতে ২ ও কক্সবাজারের ২ জনের প্রাণহানি হয়েছে।
বিপর্যস্ত রাঙামাটিতে ১৫ জুন (বৃহস্পতিবার) সকালেও চলছে উদ্ধারকাজ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের একটি উদ্ধারকর্মীর দল রাঙামাটিতে পৌঁছেছে। ১৫ জুন (বৃহস্পতিবার) উদ্ধার অভিযান শেষ হতে পারে বলে জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে বান্দরবানে টানা ভারি বর্ষণে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া, রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
১৪ জুন (বুধবার) সকাল থেকে বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল চালু হয়েছে।