কাউখালীতে পাহাড় ধসে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
প্রকাশ | ১৪ জুন ২০১৭, ০২:৩৯
প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে রাঙামাটির কাউখালী উপজেলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া উপজেলার চারটি ইউনিয়নে কমপক্ষে পাঁচ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় উপজেলা সদরের আশেপাশে ছয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পুরো কাউখালী উপজেলায় শোকের মাতম চলছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলবরণ সাহা এ সব বিষয় নিশ্চিত করেছেন।
সরজমিনে পরিদর্শনে দেখা যায়, কাউখালী বাজার এলাকা, পোয়াপাড়া, হাতিমারা, কাশখালী, কচুখালী, বেতছড়ি, গিলাছড়ি, জুনুমাছড়া, চম্পাতলী, ঘাগড়া বাজার এলাকা, চৌধুরী পাড়া, নাইল্যাছড়ি, তারাবুনিয়া, মাঝের পাড়া, বেতবুনিয়া, রাউজান ঘোনাসহ ফটিকছড়ি ইউনিয়নের বিস্তিন্ন এলাকার প্রায় পাচঁ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র জানায়, গত ১২ জুন (সোমবার) সারাদিন ও রাতে ভারী বর্ষণ হয়। গত তিনদিন ধরে চলা প্রবল বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড় ও টিলা গুলো ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ভূমি ধসে উপজেলা সদরের কাশখালী গ্রামে একই পরিবারের মা ছেলেসহ তিনজন নিহত হয়। গিলাছড়ি এলাকায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়। বেতবুনিয়ার ৯নং ওয়ার্ড রাউজান ঘোনা এলাকায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। ঘাগড়া এলাকায় পৃথক তিনটি স্থানে তিনজন নিহত হয়েছেন।