যুক্তরাজ্যে ৩ কন্যার জয়ে মন্ত্রিসভার অভিনন্দন
প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৬:৫৯
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত তিন কন্যা— টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক এমপি নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।
১২ জুন (সোমবার) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তাদের অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মন্ত্রিসভা বৈঠকের শুরুতে ২০১৭ সালের যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক হাউজ অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছে।
টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
গত ৮ জুন অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী লেবার পার্টির এ তিন কন্যা এর আগেও এমপি ছিলেন।