স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা
প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৫:২৪
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে স্ত্রীকে কুপিয়ে স্বামী আকতার হোসেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
১২ জুন (সোমবার) রাত ২টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
এর আগে রাত ১টার দিকে স্ত্রী ইরানীকে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী আকতার মোড়ল (৪৫)। আকতার হোসেন ঘোনা গ্রামের মৃত. গহর মোড়লের ছেলে। স্ত্রী ইরানী রানী (২৭) একই গ্রামের একব্বার গাজীর মেয়ে।
স্থানীয় ইসরাফিল হোসেন জানান, ৮/৯ বছর পূর্বে আকতার মোড়লের সাথে ইরানীর বিয়ে হয়। বছর খানেক আগে আকতার মোড়ল প্যারালাইজড হয়ে পড়ে। রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার পর নিজে বাড়ির পাশে আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আকতার। রাতেই স্ত্রী ইরানীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবারের সদস্যরা।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত জানান, আহত ইরানী রাণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।