শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃদ্ধাশ্রমে ঈদ উপহার
প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৫:২২
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ে অবস্থিত ‘মহানন্দা প্রবীণ নিবাস’-এ আশ্রিত সাতজন বৃদ্ধা ও তিনজন বৃদ্ধকে ১২ জুন (সোমবার) সকালে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক দিয়েছে একদল ক্ষুদে শিক্ষার্থী।
পৌর এলাকার ‘ইকরা প্রি ক্যাডেট’ স্কুলের শিক্ষার্থীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি কিনে প্রবীণদের হাতে তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহা. শাহ্জাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নইমুল বারী, পরিচালক আমিরুল ইসলাম, মহানন্দা প্রবীণ নিবাস সাধারণ সম্পাদক ডা. গিয়াসুর রহমান মবিন প্রমূখ।
বিগত বছরের ঈদ-উল-ফিতরেও একই উদ্যোগ নিয়েছিল এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।