'জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান এখানে হবে না'
প্রকাশ | ২৯ জুন ২০১৬, ২২:৩৬
বুধবারের সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
তার উত্তরে গুপ্তহত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এ ধরনের হত্যাকাণ্ড যারাই ঘটাবে, যে-ই হোক, তার বিষয়ে আমরা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেব। জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “আমরা সরকারের আসার পর সিদ্ধান্ত নিয়েছি জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান এখানে হবে না। আর বাংলার মাটি ব্যবহার করে কেউ কখনও জঙ্গি তৎপরতা চালাতে পারবে না। এ ব্যাপারে আমরা যথেষ্ট শক্ত ব্যবস্থা নিয়েছি। তবে কিছু কিছু ঘটনা ঘটছে। তবে সাথে সাথে এসব ঘটনা তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার করার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এ ব্যাপারে আমাদের আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা যথেষ্ট তৎপর।”
গোয়েন্দাদের তৎপরতার জন্য বেশ কিছু বড় ঘটনা ঘটেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এখানে অনেকগুলি বড় বড় ঘটনা ঘটার ষড়যন্ত্র হয়েছে। সেগুলো যথাসময়ে গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছেন। আমরা সেগুলো ধরেছি।”