সিলেটে বোনকে হত্যায় ভাই আটক

প্রকাশ | ০৮ জুন ২০১৭, ১৪:১৫

অনলাইন ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে তাজুল ইসলামকে (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহতের নাম তামান্না আক্তার (১৪)। এঘটনায় তামান্নার বড় ভাই তাজুলকে আটক করেছে পুলিশ।     

৭ জুন (বুধবার) সকাল ৮টায় রুস্তুমপুর ইউনিয়নের আলীছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামান্না ওই গ্রামের আবদুল হাসিমের মেয়ে। 

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, তামান্নার সঙ্গে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) প্রেমের সম্পর্ক ছিল।  ৬ জুন (মঙ্গলবার) রাতে তাদের বাড়িতে তামান্না ও জাফরকে একসঙ্গে দেখতে পান তাজুল। এ নিয়ে ৭জন (বুধবার) সকালে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাজুল ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তামান্নাকে হত্যা করেন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তামান্নার লাশ উদ্ধার ও তাজুলকে আটক করে।  

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।