বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
প্রকাশ | ০২ জুন ২০১৭, ১৭:৫৭
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/06/02/image-9088.jpg)
নড়াইলে বজ্রপাতে মুন্নী বেগম (৩০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন। মুন্নী পৌরসভার বরাশুলা গ্রামের খানপাড়ার রশিদ খানের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, ১ জুন (বৃহস্পতিবার) রাতে বরাশুলা গ্রামে প্রচণ্ডভাবে বজ্রবৃষ্টি হচ্ছিল। মুন্নী ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাত ঘটলে তার শরীর ঝলসে যায়। পরিবারের সদস্যরা দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান কবীর বাপ্পী জানান, মুন্নীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই মুন্নীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার গর্ভের সন্তানটিও মারা গেছে।