বাবা-মেয়ে আত্মহত্যা : আরেক আসামি গ্রেফতার
প্রকাশ | ০১ জুন ২০১৭, ০২:৩৯
গাজীপুরের শ্রীপুরে আলোচিত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার ২নং আসামি আব্দুল খালেককে (৪৭) বগুরার ধুনট এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
২৯ মে (সোমবার) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খালেক উপজেলার কর্নপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। এ নিয়ে এ ঘটনায় মামালার এজাহারভূক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হলো।
মামলার দায়িত্বে থাকা শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার ২নং আসামি আব্দুল খালেককে বগুরা ডিবি পুলিশের সহায়তায় বগুরার ধুনট থেকে আটক করা হয়েছে। তাকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, মেয়ের শ্লীলতাহানি চেষ্টা, গরুচুরি ও ভয়ভীতি প্রদর্শনের বিচার না পেয়ে অভিমানে গত ২৯ এপ্রিল মেয়ে আয়েশা (৮)-কে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন বাবা হযরত আলী (৫৫)। এ ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে হযরত আলীর স্ত্রী হালিমা বাদী হয়ে ৭ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করেন।