স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ | ৩১ মে ২০১৭, ২০:০৮
পাঁচ বছর আগে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে জয়পুরহাটে ঐ নারীর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ ৩১ মে (বুধবার) এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত নজরুল ইসলামের (৫৬) বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামে। তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে নজরুল তা স্ত্রী নাজমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি ধামাচাপা দিতে নাজমার লাশ বাড়ির পাশে একটি ধানক্ষেতে ফেলে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ঘটনার পরদিন নাজমার ভাই আজিজার বাদী হয়ে আক্কেলপুর থানায় নজরুলের বিরদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৩ সালের মার্চে পুলিশ নজরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।