ষোড়শ সংশোধনী: আপিল শুনানি চলছে
প্রকাশ | ২৯ মে ২০১৭, ১৪:১৬
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধানে আনা ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি নবম দিনের মতো চলছে। ২৯ মে (সোমবার) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনছেন। ২৮ মে (রবিবার) পর আজকেও বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম আই ফারুকী।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের পাঁচ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের পাঁচ মে ওই সংশোধনীকে বাতিল ও সংবিধান পরিপন্থী বলে রায় দেয় হাইকোর্ট।
২০১৬ সালের ৫ মে অবৈধ ঘোষণা করে ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আর এই আপিল শুনানির জন্য ১২ জন অ্যামিকাস কিউরির নাম ঘোষণা করে আপিল বিভাগ।