কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
প্রকাশ | ২৮ মে ২০১৭, ১৭:২০
মাদকের মামলায় পারভীন খাতুন (৪০) এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২৮ মে (রবিবার) আদালত এ রায় ঘোষণা করেন। এর পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডিত পারভীন খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বিত্তিপাড়া গ্রামের কবির শেখের স্ত্রী।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল গোপন সংবাদ পেয়ে ভেড়ামারার সাতবাড়িয়া বিত্তিপাড়া গ্রামে পারভিন খাতুনের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তারা পারভীনের শরীর তল্লাশি করে ব্লাউজের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ১০০ (একশ) গ্রাম হেরোইন উদ্ধার করেন।
তদন্ত শেষে পারভীনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে পারভীন খাতুন একজন মাদক ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।