নাচোলে গৃহবধূ ধর্ষণ মামলায় কবিরাজ গ্রেপ্তার
প্রকাশ | ২৮ মে ২০১৭, ১৬:২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বামীর চিকিৎসা করাতে গিয়ে গত ২৬ মে (শুক্রবার) রাতে এক আদিবাসী কবিরাজ কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৮)।
২৭ মে (শনিবার) সকালে নাচোল থানায় ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করলে পুলিশ ওই কবিরাজকে তার বাড়ি থেকে বেলা ১১টার দিকে গ্রেপ্তার করে।
ওই কবিরাজ নাচোলের নেজামপুর ইউউনিয়নের ধরইল দীঘিপাড়া গ্রামের মৃত রূপলাল কর্মকারের ছেলে আমিন কর্মকার (৫৫)।
থানায় দায়েরকৃত এজাহার সূত্র ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরউদ্দিন জানান, ২৬ মে (শুক্রবার) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের ধরইল দিঘীপাড়া গ্রামে স্বামীর চিকিৎসার জন্য গিয়ে ধর্ষণের শিকার হন জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেষপুর গ্রামের মুসলিম পরিবারের এক গৃহবধূ (১৮)। ওই আদিবাসী কবিরাজ গৃহবধূকে বাড়ির পাশে বাঁশঝাড়ে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে।
ওসি জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে রবিবার মেডিকেল টেস্টের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।