পাবনায় গুলিতে কিশোরী আহত
প্রকাশ | ২৭ জুন ২০১৬, ১৯:১৯
পাবনা সদরে শুটিং প্র্যাকটিস করার সময় অসাবধানতাবশত গুলি লেগে আহত হয়েছে সদ্য এসএসসি উত্তীর্ণ এক কিশোরী। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
রবিবার রাতে অরলা হোসেনকে (১৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরলা পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন ও মৃত মোবারক হোসেনের মেয়ে।
পরিবারের লোকজনের দাবি করেছেন, শুটিং প্র্যাকটিস করার সময় অসাবধানতাবশত কপালের পাশে গুলি লাগে।
পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক আবু তোরাব মিম বলেন, তার কপালের পাশে ‘এয়ারগানের’ একটি গুলি বিদ্ধ হয়েছে। চিকিৎসকরা গুলিটি বের করেছেন। অবস্থা এখন আশঙ্কামুক্ত।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান পরিবারের বরাত দিয়ে বলেন, অরলা একজন শুটার। তিনি পাবনা রাইফেল ক্লাবের সদস্য। বাড়িতে প্র্যাকটিস করার সময় অসাবধানতাবশত তার কপালে গুলিটি লেগেছে।