সাভারের ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণের শব্দ
প্রকাশ | ২৭ মে ২০১৭, ১৫:৩৪
সাভারের ‘জঙ্গি আস্তানা’ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ২৭ মে (শনিবার) দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয়কারী দল। এর কিছুক্ষণ পর ওই বাড়ির আশপাশের সব বাড়ি থেকে সবাইকে সাময়িকভাবে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হয়। তবে কাউকে আতঙ্কিত না হতেও বলা হয়। এর পরপরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর ওই বাড়িতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হয়।
জঙ্গি আস্তানা সন্দেহে ২৬ মে (শুক্রবার) রাত ৭ টা ও সাড়ে ৮ টার দিকে সাভরের নামাগেন্ডা মহল্লার দুই বাড়িতে এ অভিযান চলে। তবে গতরাতে ওই বাড়ি দুটি ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ সূত্র জানায়, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের নেতৃত্বে ২৬ মে (শুক্রবার) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার গেন্ডা এলাকার আনোয়ার মোল্লার মালিকানাধীন পাঁচ তলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া বাবুর বাসায় সাতটি গ্রেনেড ও দুটি ল্যাপটপ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। তবে এসময় ওই ফ্ল্যাট থেকে কাউকে পায়নি পুলিশ।