হাসিনাকে খালেদার ঈদ শুভেচ্ছা
প্রকাশ | ২৭ জুন ২০১৬, ১৬:০৮
বিগত বছর সমূহের মতো এবারও প্রধানমন্ত্রীকে কার্ড পাঠিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার বেলা ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঈদকার্ড নিয়ে যান। সেখানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সুবহান গোলাপ খালেদা জিয়ার পাঠানো ঈদকার্ড গ্রহণ করেন।
আবুল খায়ের ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড দিয়েছেন, সেটি পৌঁছাতে আমরা এসেছি।”
উল্লেখ্য, দীর্ঘদিন দুই নেত্রীর মধ্যে মুখোমুখি সাক্ষাৎ কিংবা কথা না হলেও ঈদ ও বাংলা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।