নামানো হচ্ছে ভাস্কর্য জাস্টিশিয়া
প্রকাশ | ২৬ মে ২০১৭, ০৪:০৮
চেন বেঁধে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য জাস্টিশিয়া। ২৫ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টা থেকে এই ভাস্কর্য অপসারণের কাজ শুরু হয়।
২৫ মে দিবাগত রাত ৪টার দিকে দেখা যায় চেন ও দড়ি বেঁধে ভাস্কর্যটি নামিয়ে ফেলা হচ্ছে। এসময় ভাস্কর্যের পাশে এর কারিগর ভাস্কর মৃণাল হককে হতাশভাবে বসে থাকতে দেখা যায়।
তবে ভাস্কর্যটি এরপর কোথায় নিয়ে যাওয়া হবে কিংবা কার নির্দেশে এই ভাস্কর্য নামিয়ে ফেলা হলো তা সঠিকভাবে জানা যায়নি।
এদিকে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এখনো অবস্থান নিয়ে আছেন প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীরা। ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ২৬ মে (শুক্রবার) সকাল ১১টায় রাজু ভাস্কর্য থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন ছাত্রনেতা লিটন নন্দী।