বরিশালে তৃতীয় লিঙ্গের ৪৭ জনকে ভাতা প্রদান
প্রকাশ | ২৫ মে ২০১৭, ২৩:৪৭
তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়ার পর দ্বিতীয় বারের মতো সরকারের বিশেষ ভাতা পেয়েছেন বরিশালের ৪৭জন।
২৫ মে (বৃহস্পতিবার) দুপুরে বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে নগরীর কালীবাড়ি রোডের নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেকের হাতে নগদ ৩ হাজার ৬০০ টাকা করে বিশেষ ভাতা তুলে দেওয়া হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় ভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয় পরিষদের মো. হাফিজুর রহমান ও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের গুরু মা কবরিসহ অন্যান্যরা।
বরিশালে সরকারি হিসেব অনুযায়ী ৭৫জন তৃতীয় লিঙ্গের মানুষ আছেন। এরমধ্যে ৪৭জনকে ভাতা দিচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। বাকীদের সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন থেকে ভাতা দেওয়া হচ্ছে।
তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসন এবং তাদের স্বাচ্ছন্দ জীবন যাপনের জন্য প্রতি ৬ মাস পর পর সরকারিভাবে তাদের এই ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।