যৌতুকের জন্য স্ত্রীকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা!
প্রকাশ | ২৫ মে ২০১৭, ১৩:০২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর কৃষ্টপুর গ্রামে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে শোয়ার ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে অচেতন স্ত্রীকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করে স্বামী সাদ্দাম হোসেন (২৫)। এসময় বাড়িতে ক্ষুদ্রঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে আসা এনজিওকর্মীরা বিষয়টি দেখে গ্রামবাসীকে খবর দিয়ে মেয়েটিকে উদ্ধার ও সাদ্দামকে আটক করেন। সাদ্দাম হোসেন পেশায় ভটভটিচালক।
এ ঘটনায় ২৪ মে (বুধবার) শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। উদ্ধারের পর মেয়েটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী ও পুলিশ বলেছে, প্রায় সাড়ে তিন বছর আগে সাদ্দামের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই নির্যাতন শুরু করেন সাদ্দাম, যৌতুকও দাবি করেন। মেয়েটির গরিব বাবা-মা বেশ কয়েকবার জামাতার টাকার দাবি পরিশোধ করেন। কিন্তু কয়েক দিন আগে সাদ্দাম এক লাখ টাকা দাবি করলে মেয়েটি বাবা-মায়ের কাছে তা চাইতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে সাদ্দাম অশান্তি শুরু করেন।
২৩ মে (মঙ্গলবার) স্ত্রীকে মারধর করে অজ্ঞান করে ফেলেন সাদ্দাম। এরপর শোয়ার ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে তাতে অচেতন স্ত্রীকে ফেলে গর্তে মাটিচাপা দিতে শুরু করেন। তখনই সেখানে ঋণের কিস্তির টাকা আদায়ে তিন-চারজন এনজিওকর্মী যান। মেয়েটি ওই এনজিও থেকে ঋণ নিয়েছিল। এনজিওকর্মীরা অনেক ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে ধারণা করেন, কিস্তি এড়াতে বাড়ির লোকজন ঘরে লুকিয়েছে। বিষয়টি দেখতে তারা ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে মাটিচাপা দেওয়া অবস্থায় মেয়েটিকে দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে সবাই এসে মেয়েটিকে উদ্ধার করেন এবং সাদ্দামকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
সাদ্দাম থানা হেফাজতে থাকার সময় ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, মেয়েটি তার কথা শুনত না। তাই ‘ভয় দেখাতে’ মাটিচাপা দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সাদ্দাম ও তার মা জোসনা বেগমকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। সাদ্দামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।