টাঙ্গাইলে গৃহবধূকে নির্যাতন
প্রকাশ | ২৪ মে ২০১৭, ১৫:১০
টাঙ্গাইলে শিরিন বেগম নামে এক গৃহবধূকে স্বামী, শ্বাশুড়ি ও ননদরা মিলে নির্যাতন করে হাত পা ভেঙ্গে দিয়েছে। এসময় প্রতিবেশিরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মৃত্যু যন্ত্রণায় গৃহবধূ হাসপাতালের বিছানায় ছটফট করছেন।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়া গ্রামে। এতিম ওই গৃহবধূর পক্ষে প্রতিবেশি কাশেম মিয়া বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, শিরিন বেগম (৩৫) এর সাথে টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়া গ্রামে ওসমান আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের কিছুদিন পর থেকেই শিরিন বেগমকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে শারীরিক নির্যাতন করে আসছিল। নির্যাতনের ধারাবাহিকতায় ২২ মে (সোমবার) শিরিন বেগমের স্বামী ওসমান এবং তার ননদ মুন্নি বেগম তার মাথায় দা কোপ মারেন, শ্বাশুড়ি রুমি বেগম তাকে লাঠি দিয়া আঘাত করে মারাত্মক জখম করে।
এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের কবল থেকে শিরিন বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে ঘটনায় প্রতিবেশি কাশেম মিয়া বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।