বাংলাদেশে ট্রাম্পকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
প্রকাশ | ২২ মে ২০১৭, ১৩:০৩
সৌদি রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা যোগ দিয়েছেন।
এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর উত্তরে সফরে আসার ‘আশা প্রকাশ করেছেন’ ট্রাম্প।
সম্মেলন শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, “সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উনি (ট্রাম্প) আসবেন বলে আশা প্রকাশ করেছেন।”
‘জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা ও জঙ্গিদের অর্থায়ন খুঁজে বের করার বিষয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।