মা-বাবার কাছে ফিরতে চায় মিম
প্রকাশ | ২২ মে ২০১৭, ১২:৩৫
গত ১ এপ্রিল যাত্রাবাড়ী থানা এলাকায় ১৫ বছর বয়সী মিম নামের কিশোরী ঠিকানা হারিয়ে এলোমেলোভাবে রাস্তায় ঘোরাফেরা করছিল। বিষয়টি কয়েকজন পথচারীর নজরে এলে তারা যাত্রাবাড়ী থানায় মিমকে দিয়ে যায়। এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ মেয়েটিকে আদালতে হাজির করলে আদালত তাকে গাজীপুরের কিশোরী উন্নয়ন সংস্থায় পাঠায়। কিন্তু কিশোরী মিম মা-বাবার কাছে যেতে অস্থির করছে।
২১ মে (রবিবার) মেয়েটিকে ঢাকার কিশোর আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট আদালতে গিয়ে যাত্রাবাড়ী থানায় করা একটি সাধারণ ডায়েরি (জিডি) পাওয়া যায়।
জিডি থেকে জানা যায়, কিশোরী যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে তার বাবার নাম রঞ্জু বলে জানিয়েছে। এছাড়া তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকায়। এর বেশি কিছু সে বলতে পারেনি।
কিশোরীর বিষয়ে কিশোর আদালতের আইনজীবী ফারুক আহমেদ বলেন, মেয়েটি তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়। এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি গণমাধ্যম সহায়তা করলে খুব দ্রুত আমরা মিমের বাবা-মায়ের সন্ধান পাব।