তল্লাশি শেষে খালেদার কার্যালয় ছেড়েছে পুলিশ
প্রকাশ | ২০ মে ২০১৭, ১৬:২৬
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি শেষ করে চলে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০ মে (শনিবার) সকাল সাড়ে ৭টার দিক থেকে অতিরিক্ত পুলিশ খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় তল্লাশি করে সকাল পৌনে ১০টার দিকে কার্যালয় ছেড়ে চলে যায় গুলশান থানার পুলিশ।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার ও শায়রুল কবীর খান বিষয়টি জানিয়েছেন।
তবে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক গুলশান থানার এক কর্মকর্তা জানিয়েছেন, আদালতে নির্দেশে তারা এ তল্লাশি চালিয়েছেন।
তল্লাশির খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে যান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং তার মর্যাদাহানী করার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে শায়রুল কবীর খান বলেছিলেন, ‘সাধারণত কার্যালয়ের সামনে পুলিশ থাকে না। এলাকার নিরাপত্তার জন্য রাস্তায় কিছু পুলিশ থাকে। ২০ মে (শনিবার) সকাল থেকে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছে। তবে তারা কেন এসেছে তা জানতে পারছি না।’